Featured

আকাশে আলোর রেখা

অনেকদিন ধরে ভাবনাচিন্তা করেছি এমন নয়, হঠাৎ এক মুহূর্তে মনে হল আর করে ফেললাম। আকাশে উল্কাপাত ও আচমকাই হয়, সপ্তর্ষির আকাশ ও এমনিই থাক না হয়। আমার ভাবনা, আমার সৃষ্টি, যা কিছু ভাল লাগা টুপটাপ খসে পড়ুক এখানেই। ভাললাগা মন্দলাগা জানাবার সব ভার আপনাদের দিলাম। শুভেচ্ছা আগামীর সঙ্গ লাভের। .seven_sisters800a

আকাশী কবিতার খাতা

সাঁঝবেলার গান
সপ্তর্ষি চ্যাটার্জী‌
********************
nbk1

পুরনো বিকেলে ফুরনো রোদের পসরা,
ফিরি করে ফেরে গোধূলির ফিরিওলা
দু তিনটি গাছ গুলতানি করে বসে
জোনাকি ঝিল্লি সঙ্গীতে সাঁঝনামা।

যে সব নৌকা আজও পারাপার শেখেনি
স্রোতে ভেসে যায় দিলদরিয়ার ঘাটে
তাদের সওয়ারী যত বিরহীর দল
কে জানে মিশেছে কোন মায়া মোহনাতে।

শাঁখ বেজে ওঠে দীপ জ্বলে তুলসীতে
পাখিরালয়ের ডোর ঢাকে উষ্ণতায়
কবোষ্ণ রাত স্বপ্ন মাখছে ঠোঁটে
চুপিসারে ঘুম এঁকে দিল পেন্সিলে।
(নবকল্লোল মাঘ ১৪২২ সংখ্যায় প্রকাশিত)

মুণ্ডু চুরি
সপ্তর্ষি চ্যাটার্জী
mg 16

“দেখ দেকিনি কান্ড অলুক্ষুনে
চমকে যাবি বলব যা তা শুনে!
রাত দুপুরে ঘুম ভেঙ্গেছে যেই

মাথার পরে মুণ্ডু দেখি নেই!

হাতড়ে বেড়াই চেয়ার টেবিল দেরাজ

পাইনা খুঁজে বল দেখি ভাই কেয়া রাজ!

মুণ্ডু আমার অমন ধারা খাসা

চুলের ভিতর চামচিকেদের বাসা,

টিকির আগায় উল্টে বাদুড় ঝোলে

দাঁত কপাটি আপনা থেকেই খোলে,

চোখ দুখানি ভাঁটার মতন আহা

আচ্ছা আপদ হচ্ছে না সুরাহা।

ভূত সমাজে ছিঁচকে এমন চুরি

ধরলে ব্যাটার সাঙ্গ জারিজুরি,

কে নিয়েছিস সত্যি করে বল

মুণ্ডুটারও চক্ষে আসে জল”।
ব্রহ্মদানো দুঃখ করে বলে

শূন্য মাথায় হাত ঘুরিয়ে চলে,

এমন সময় স্কন্ধ কাটা আসে

স্কন্ধে তার এক মুণ্ডু দেখো হাসে!
“ওই তো আমার হারানো মুণ্ডুখান

আয় পাজি চোর করব কেটে দু’খান!’

রে রে করে ব্রহ্ম পিশাচ ধায়

স্কন্ধ কাটা ছিটকে সরে যায়,

মুণ্ডু সমেত খিলখিলিয়ে ওঠে

অবাক করা কাণ্ড খানা বটে!
বলল হেঁকে স্কন্ধকাটা ভূতে-
“আজ থেকে এই মুণ্ডু নিলাম জুতে,

ব্রহ্ম ভায়া এমনি করেই থাকো
মুণ্ডু বিনে কেমন লাগে দেখো,

চিরটা কাল একাই যাবে ভোগে

রইব আমি মুণ্ডু বিহীন রোগে?

মুণ্ডু গেছে তাই দিয়েছ জুড়ে

প্যানপ্যানানি কান্না নাকি সুরে,

চুপটি করে শান্ত হয়ে বোসো

প্রব্লেম হয় চাকর কিনে পোষো।

প্রথম প্রথম একটু অমন হবে

সবুর কর আপনি সয়ে যাবে।

খুলির জোরে নেতা বারংবার

কক্ষনো না এই অনাচার আর!

তাই বলি ভাই ব্রহ্ম দানো শোনো

চোটপাট আর দেখিও না কক্ষনো,

অনেক হল কান্নাকাটি থামো,
বেলগাছের ঐ আসন ছেড়ে নামো।
এখন থেকে আমিই ভূতের রাজা,
অমান্যতায় তুমিও পাবে সাজা!

[প্রকাশিতঃ ম্যাজিক ল্যাম্প শারদীয়া ১৪২৩]

Continue reading “আকাশী কবিতার খাতা”